“মানুষ তার ভাল লাগা এবং ভালবাসার কাছে বার বার ফিরে আসে”

কণ্ঠশিল্পী আদিলা নুর বলেন, “পারিবারিকভাবে গানটাকে কখনও পেশা হিসেবে নেওয়ার কথা ভাবি নি। পুরোটাই ছিল শখ।”

কণ্ঠশিল্পী আদিলা নুর বলেন, “পারিবারিকভাবে গানটাকে কখনও পেশা হিসেবে নেওয়ার কথা ভাবি নি। পুরোটাই ছিল শখ।” Source: Adila Noor

Get the SBS Audio app

Other ways to listen

আদিলা নূর, পেশায় সিপিএ, নেশায় সঙ্গীত শিল্পী। করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে, গত বছর লকডাউনের মাঝে মুক্তি পেয়েছে তার প্রথম একক গান ‘স্মৃতির প্রীতি’।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • কণ্ঠশিল্পী আদিলা নুরের জন্ম চট্টগ্রামে।
  • ওস্তাদ পরেশ চন্দ্র রায়ের কাছে একটানা প্রায় দশ বছর তালিম নিয়েছেন তিনি।
  • ২০২০ সালে লকডাউনের সময়ে মুক্তি পেয়েছে তার প্রথম একক গান ‘স্মৃতির প্রীতি’।

মেলবোর্নের কণ্ঠশিল্পী আদিলা নুর প্রধানত নজরুলের গানের শিল্পী হলেও হারানো দিনের বাংলা আধুনিক গানেও তিনি পারদর্শী।

তিনি নজরুল এবং বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের শ্রুতি ও চলন শিখেছেন ওস্তাদ পরেশ চন্দ্র রায়ের কাছে।

ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ-মিউজিক বোর্ড থেকে প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীতের ওপর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এই কণ্ঠশিল্পী বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ে, ১৯৯২ সালে আধুনিক গানে প্রথম স্থান অধিকার করেন। সেই একই বছর তিনি নজরুল সঙ্গীতেও দ্বিতীয় স্থান লাভ করেন।
নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে চট্টগ্রাম বেতারের তালিকাভুক্ত এই কণ্ঠশিল্পী পরবর্তীতে ডক্টর নিলুফার ইয়াসমিনের কাছেও নজরুল সঙ্গীতের তালিম নেন।

আদিলা নুর অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ২০০৩ সাল থেকে। পেশাগত জীবনে তিনি একজন সার্টিফাইড প্র্যাক্টিসিং অ্যাকাউন্টেন্ট এবং বর্তমানে টয়োটা মোটর কর্পোরেশন অস্ট্রেলিয়ায় কাজ করছেন।

মেলবোর্নে কোভিড-১৯ লকডাউনের সময়ে, ২০২০ সালে মুক্তি পেয়েছে আদিলার প্রথম একক গান “স্মৃতির প্রীতি”। এই গানটির কথা ও সুর দিয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-প্রাপ্ত শিল্পী বিপ্লব মৃণাল এবং সঙ্গীত-আয়োজন করেছেন বিনোদ রায়।
মেলবোর্নে কোভিড-১৯ লকডাউনের সময়ে, ২০২০ সালে মুক্তি পেয়েছে আদিলার প্রথম একক গান “স্মৃতির প্রীতি”।
মেলবোর্নে কোভিড-১৯ লকডাউনের সময়ে, ২০২০ সালে মুক্তি পেয়েছে আদিলার প্রথম একক গান “স্মৃতির প্রীতি”। Source: Adila Noor
পেশাগত জীবনের সঙ্গে তাল মিলিয়ে সঙ্গীত চর্চা কীভাবে ধরে রেখেছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন,

“আমার মনে হয়, মানুষ তার ভাল লাগা এবং ভালবাসার কাছে বার বার ফিরে আসে। ছোট বেলা থেকে গান আর পড়াশোনাকে সমানভাবে দেখেছি। পারিবারিকভাবে গানটাকে কখনও পেশা হিসেবে নেওয়ার কথা ভাবি নি। পুরোটাই ছিল শখ। এটা আসলে খুব কঠিন, সংসারের সব কাজের মাঝে নিজের শখটাকে ধরে রাখা।”
আদিলা নুরের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share