তীব্র গরমে শরীর সুস্থ রাখতে করণীয়

Heatwave in Australia

Heatwave in Australia Source: SBS

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই প্রচণ্ড তাপদাহ চলছে। জনগণকে ঘরে অবস্থান করতে এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, উচ্চ তাপমাত্রার কারণে বহু লোক অসুস্থ্ হয়ে পড়েছে। এ রকম তীব্র গরমে কীভাবে শরীর সুস্থ রাখতে হবে তা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ডাক্তার চৌধুরী বেগ।


অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই প্রচণ্ড তাপদাহ চলছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের কয়েকটি স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তাপমাত্রা এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, রাস্তার পিচ গলে গিয়েছে।

ব্রোকেন হিলে টানা চারদিন ধরে তাপমাত্রা ৪৫ ডিগ্রির সেলসিয়াসের উপরে রয়েছে।

অতিরিক্ত তাপের কারণে গাড়ি অচল হয়ে যেতে পারে। সেজন্য ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস থেকে গাড়ির চালকদেরকে সতর্ক করা হয়েছে।
corona Virus
GP Dr Chowdhury Beg. Source: GP Dr Chowdhury Beg
এদিকে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের কমপক্ষে ৬০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস আগুন নেভাতে নিরলস কাজ করছে। এছাড়া, নিউ সাউথ ওয়েলসের অন্তত ১৩টি স্থানে ফায়ার ব্যান জারি করা হয়েছে।

জনগণকে ঘরে অবস্থান করতে এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, উচ্চ তাপমাত্রার কারণে বহু লোক অসুস্থ্ হয়ে পড়েছে। শরীরে পানিশূন্যতা ও হিটস্ট্রোক হওয়ায় কয়েকজনকে হাসপাতালেও নিয়ে যেতে হয়েছে।

এসবিএস বাংলার সঙ্গে ডাক্তার চৌধুরী বেগের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share