করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, ডাক্তাররা প্রয়োজনীয় পিপিই, গ্লাভস , মাক্স ফেইস শিল্ড পাচ্ছে

Westmead Hospital in Sydney's west

Westmead Hospital in Sydney's west Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

কোভিড-১৯ এর এই মহামারীর সময় ডাক্তাররা তাদের জীবনকে চ্যালেঞ্জের মুখোমুখি রেখে সেবা দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ এর যুদ্ধে তারা প্রথম কাতারের যোদ্ধা।এই প্রবাসে উল্লেখযোগ সংখ্যক বাংলাভাষী ডাক্তার রয়েছেন। তারাও এই যুদ্ধে সামিল। ডাক্তাররা কতটুকু নিরাপত্তার সাথে কাজ করতে পারছেন ।তাদের প্রয়োজনীয় পিপিই, গ্লাভস , মাক্স ফেইস শিল্ড পাচ্ছেন কিনা। তারা কোনো আতঙ্কে আছেন কিনা এ সব কিছু নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন ডাক্তার শায়লা ইসলাম ।তিনি সিনিয়র স্টাফ স্পেশালিস্ট ইমার্জেন্সি ফিজিশিয়ান ব্লাকটাউন - ওয়েস্টমিড হাসপাতাল এবং প্রবাসী ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস এর প্রেসিডেন্ট। ডাক্তার শায়লা ইসলামের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Dr. Shaila Islam
Dr. Shaila Islam Source: Supplied

Share