কোভিড ১৯ ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ এবং প্রয়োগ পদ্ধতির নিয়ম বেশ কঠোর

Picture shows illustration for the coronavirus vaccine

A Covid-19 vaccine being developed by Pfizer and Germanys BioNTech has been found to be more than 90 per cent effective Source: Igor Kralj/PIXSELL/AAP

Get the SBS Audio app

Other ways to listen

সারা বিশ্ব অপেক্ষা করে ছিল কোভিড ১৯ এর টিকার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর সেই টিকা অবশেষে মানব দেহে দেয়া হয়েছে। অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ার সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এই টিকা কার্যক্রম শুরু করবে।


এই মুহূর্তে অস্ট্রেলিয়া এই টিকা আমদানী করছে দুটি সংস্থার কাছ থেকে।অস্ট্রেলিয়ার জনগণ মুখিয়ে আছে এই টিকার জন্য।

টিকা আবিষ্কারে যেমন একটি কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তেমনি এই টিকা বিধি মোতাবেক প্রয়োগের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু কঠোর নিয়মের অনুশীলন।বিশেষ করে এই টিকা পরিবহন ও সংরক্ষণ নিয়ে।
Dr Asad Shams
Dr Asad Shams Source: Dr Asad Shams

এ প্রসঙ্গে এর আগেও এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাক্তার আসাদ শামস।

অস্ট্রেলিয়ায় বর্তমানে কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহের সর্বশেষ পরিস্থিতি এবং এর সংরক্ষণ ও প্রয়োগের নিয়ম নিয়ে ডাঃ শামসের সাথে আরো একটি আলাপচারিতা।

পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
আরো দেখুনঃ




Share