পারিবারিক সহিংসতার শিকার অস্থায়ী পার্টনার ভিসাধারীরা নিজেরাই পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন করতে পারবেন: ব্যারিস্টার আবু

women at work

Source: Getty Images/coldsnowstorm

Get the SBS Audio app

Other ways to listen

অনেক অস্থায়ী ভিসাধারী যারা স্পাউজ ভিসায় আছেন তারা অস্ট্রেলিয়ান পার্টনারদের নির্যাতনের শিকার হন, তারা অনেক সময় এ ব্যাপারে আইনি সহায়তা নিতে ভয় পান কারণ এতে তাদের পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকবে না এমন ভয় দেখানো হয় নির্যাতনকারীর পক্ষ থেকে।


হাইলাইটস

  • অস্থায়ী ভিসাধারীরা পার্টনারদের দ্বারা নির্যাতিত হলে প্রমান সাপেক্ষে নিজেই পার্মানেন্ট ভিসার আবেদন করতে পারবেন।
  • পারিবারিক নির্যাতনের শিকার ব্যক্তি আইনের আশ্রয় নিতে গেলে অস্ট্রেলিয়ান পার্টনাররা তাদের ভিসা এমনকি পার্মানেন্ট রেসিডেন্সি বাতিল করে দিতে পারে, এমন দাবির কোন ভিত্তি নেই।
  • অস্ট্রেলিয়ান পার্টনার, নারী বা পুরুষ, উভয় পক্ষ থেকেই পারিবারিক সহিংসতার অভিযোগ আছে।
ব্যারিস্টার আবু সিদ্দিক অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘদিন থেকে আইন পেশায় যুক্ত আছেন। তিনি ইমিগ্রেশন নিয়েও আইনি সহায়তা দিয়ে থাকেন।

তিনি তার অভিজ্ঞতা থেকে বলেন, অনেক অস্থায়ী ভিসাধারী ব্যক্তি যারা স্পাউজ ভিসায় আছেন তারা পার্টনারদের দ্বারা গৃহ নির্যাতনের শিকার হন, তারা অনেক সময় এ ব্যাপারে কোন আইনি সহায়তা নিতে ভয় পান কারণ নির্যাতনকারী তাদের হুমকি দেয় এতে করে তাদের অস্ট্রেলিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকবে না।

আইনী সহায়তা প্রতিষ্ঠান আবু লিগ্যালের কর্ণধার ব্যারিস্টার আবু সিদ্দিক এসবিএস বাংলায় সাথে কথা বলেছেন ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এবং নির্যাতিত ব্যক্তি কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যোগ্য হবেন ব্যাখ্যা করেছেন সেই বিষয়টিতে।
Barrister Abu Siddque
Barrister Abu Siddque Source: Barrister Abu Siddque
ব্যারিস্টার আবু সিদ্দিকের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

 

'পারিবারিক সহিংসতা এবং আপনার ভিসা' বিষয়ে আরো তথ্য পেতে ভিজিট করুন:  

পারিবারিক বা যৌন সহিংসতার বিষয়ে আরো জানতে বা সাহায্যের জন্য ভিজিট করুন: হোয়াইট রিবন অস্ট্রেলিয়া

এবং পারিবারিক বা যৌন সহিংসতার শিকার হলে সাহায্যের জন্য ফোন করুন 1800RESPECT বা 1800 737 732 এই নাম্বারে

ট্রান্সল্যাটিং এন্ড ইন্টারপ্রেটিং সার্ভিসের জন্য কল করুন 131 450 এই নাম্বারে (২৪ ঘন্টা) এবং আপনি যে প্রতিষ্ঠানের সার্ভিসটি চান তা উল্লেখ করুন 

আরো দেখুনঃ




Share