আপনার ভিসা বাতিল হলে কি করবেন ?

Asylum seekers in detention

Asylum seekers in detention Source: Credit: AAP Image/Darren England

করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারির সময়ে আপনার ভিসা যদি বাতিল হতে চলে তাহলে অতি দ্রুত আইনী পরামর্শ নিন। অন্যথায় অস্ট্রেলিয়ায় বৈধভাবে অবস্থান করতে পারবেন না। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


কুইন্সল্যান্ডের একটি অলাভজনক প্রতিষ্ঠান, রিফিউজি অ্যান্ড ইমিগ্রেশন লিগাল সার্ভিসের একজন সলিসিটর ও মাইগ্রেশন এজেন্ট টিম ম্যাডিগান বলেন, ভিসা বাতিল করা হয় সাধারণত ভিসার কোনো শর্ত লঙ্ঘিত হলে, চরিত্রগত শর্ত পূরণে ব্যর্থ হলে কিংবা ভিসা-আবেদনে মিথ্যা তথ্য সরবরাহ করা হলে।

কেউ যদি ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স থেকে ‘নোটিশ অফ ইনটেনশন টু কনসিডার ক্যান্সেলেশন অফ ইয়োর ভিসা’ পান, সেক্ষেত্রে ম্যাডিগান পরামর্শ দেন যে, এটা পাওয়া মাত্রই অতি দ্রুত সাড়া দিতে হবে।

লিগাল এইড নিউ সাউথ ওয়েলস-এর সলিসিটর কেট বোনস বলেন, ভুল তথ্য দেওয়া হলে তা ব্যক্তির ভিসা স্ট্যাটাসকে ক্ষতিগ্রস্ত করে এবং তার নাগরিকত্বের আবেদন পর্যন্ত এটি প্রভাব রাখে।

তিনি বলেন, এই ধরনের ক্যান্সেল বা বাতিল করার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পাচ্ছে এবং এতে বিশেষভাবে শরণার্থীরা ও আশ্রয়প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ম্যাকোয়েরি ইউনিভার্সিটি সোশাল জাস্টিস ক্লিনিকের প্রতিষ্ঠাতা ড. ড্যানিয়েল গেজেলব্যাশ। আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদেরকে এই অন-ক্যাম্পাস ক্লিনিকটি আইনী পরামর্শ প্রদান করে থাকে।

ড. গেজেলব্যাশ বলেন, ১২ মাস বা তারও বেশি সময়কাল কারাদণ্ড হলে, সেটা যদি কার্য করা হয় কিংবা না-ও হয়, তারপরও বলা যায়, এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাওয়ার পথ খুলে যায়।

কেট বোনস বলেন, পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদেরকে অনেক সময় তাদের নির্যাতনকারী সঙ্গী বা সঙ্গীনী ভয় দেখায় যে, তাদের ভিসা বাতিল করা হবে। যদিও তাদের সেটা করার কোনো আইনী কর্তৃত্ব নেই।

ড. গেজেলব্যাশ বলেন, অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল হলে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার পথ ভিন্ন রকম। এটা নির্ভর করে ক্যান্সেলেশনের প্রকারের উপরে। তবে, মাইগ্রেশন অ্যাক্ট-এর সেকশন ৫০১ এর অধীনে যদি তাদের ভিসা প্রত্যাখ্যাত কিংবা বাতিল করা হয়, তাহলে সাধারণত, মানুষের অধিকার রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলস ট্রাইবুনালের মাধ্যমে আপিল করার। এটি এএটি নামেও পরিচিত।

ড. গেজেলব্যাশ দেখতে পান যে, এএটি-তে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদের মধ্যে কে সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর কেসের ভাগ্য নির্ভর করে।

রিফিউজি রুলেট হলো এমন একটি অবস্থা, যেখানে যুক্তরাষ্ট্র ও কানাডার বহু শরণার্থী এবং আশ্রয়প্রার্থী এবং অস্ট্রেলিয়ায়ও তাদের মতো ব্যক্তিরা এই অবস্থার মধ্য দিয়ে যান।

ড. গেজেলব্যাশ এ সম্পর্কে বলেন, এ ক্ষেত্রে আইনী প্রতিনিধির অবশ্যই প্রয়োজন রয়েছে।

ম্যাডিগান বলেন, আপনি যখন এএটি-র রিভিউয়ের ফলাফলের জন্য অপেক্ষা করছেন কিংবা করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারির সময়ে এই দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন, তখন অস্ট্রেলিয়ায় বৈধভাবে অবস্থান করার জন্য, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই, আপনি ব্রিজিং ভিসার জন্য আবেদন করতে পারেন।

রেড ক্রসের মাইগ্রেশন সাপোর্ট প্রোগ্রামের প্রধান, ভিকি মাউ বলেন, ডিপার্টমেন্ট অফ সোশাল সার্ভিসের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তার প্রতিষ্ঠানটি ভিসা স্ট্যাটাস নির্বিশেষে সবাইকেই খাবার ও আর্থিক সহায়তা প্রদান করে।

ক্যাজুয়াল কর্মী, যারা তাদের কাজ হারিয়েছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা কঠোর সংগ্রামরত কিংবা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের সবার ক্ষেত্রে এই সহায়তার অনেক প্রয়োজন রয়েছে।

মনে রাখবেন, এখানে যে-সব মন্তব্য তুলে ধরা হয়েছে, এগুলো সব ধরনের ব্যক্তির অবস্থা তুলে ধরে না। আপনি যদি আপনার ভিসা স্ট্যাটাস নিয়ে চিন্তিত হন, তাহলে অতি দ্রুত আইনী পরামর্শ গ্রহণ করাটাই সর্বোত্তম হবে।

বিনামূল্যে আইনী পরামর্শের জন্য আপনার লোকাল, স্টেট কিংবা টেরিটোরি লিগাল এইডের সঙ্গে যোগাযোগ করুন।

রিফিউজি অ্যান্ড ইমিগ্রেশন লিগাল সার্ভিস কিংবা RAILS হলো কুইন্সল্যান্ড ভিত্তিক বিনামূল্যে পরিচালিত একটি সার্ভিস।

RAILS এ কল করুন (07) 3846 9300 নম্বরে।

আপনি রিফিউজি লিগাল-এ কল করতে পারেন (03) 9413 0100 নম্বরে, বুধবার এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, বিনামূল্যে।

বিনামূল্যে ট্রানস্লেশন সার্ভিসের জন্য 13 14 50 নম্বরে কল করুন, নির্দিষ্টভাবে আপনার ভাষার কথা তাদেরকে বলুন এবং আপনার দরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিতে বলুন।

অস্থায়ী ভিসাধারীদের সহায়তা করার জন্য রয়েছে রেড ক্রস ইমার্জেন্সি রিলিফ। আরও তথ্যের জন্য রেড ক্রস ওয়েবসাইটটি দেখুন।


Share