করোনাভাইরাস কন্টাক্ট ট্রেসিং অ্যাপ কোভিডসেফ চালু করলো অস্ট্রেলিয়া

কোভিড-১৯ আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে শনাক্ত করতে একটি মোবাইল অ্যাপ চালু করেছে অস্ট্রেলিয়া।

A close up of the government's coronavirus tracing app.

Source: SBS

অ্যাপটি কোন কাজের জন্য তৈরি করা হয়েছে?

করোনাভাইরাসে আক্রান্তদেরকে ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে সহজে শনাক্ত করার জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে যদি কেউ আসেন তাহলে ফোন সেটে সংরক্ষিত হওয়া ডাটার মাধ্যমে তা জানা যাবে এবং স্বাস্থ্যকর্মীরা সে সম্পর্কে জানতে পারবেন।

আক্রান্ত ব্যক্তি এবং সংস্পর্শে আসা ব্যক্তি, উভয়ে যদি এই অ্যাপটি চালু রাখেন এবং পরস্পর যদি ১.৫ মিটারের মধ্যে অন্তত ১৫ মিনিট সময় অতিবাহিত করেন সেক্ষেত্রে এসব তথ্য অ্যাপটিতে সংরক্ষিত হয়ে যাবে।

কোভিডসেফ অ্যাপটিতে সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক নয়, এটি আপনার ইচ্ছাধীন। তবে, সরকার সকল অস্ট্রেলিয়ান অধিবাসীদের প্রতি পরামর্শ দিয়েছে এটি ডাউনলোড করার জন্য। যতো বেশি সংখ্যক লোক এটি ব্যবহার করবে ততো দ্রুতই এই ভাইরাসটির সংক্রমণ ট্র্যাক বা শনাক্ত করা যাবে।

কর্তৃপক্ষ কোভিডসেফ ডাটা কীভাবে ব্যবহার করবে?

কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে বর্তমানে ম্যানুয়াল প্রসেসে খুঁজে বের করা হচ্ছে। কোভিডসেফ অ্যাপটি চালু করা হয়েছে এই প্রক্রিয়ায় গতি আনার জন্য। পরিবারে, বন্ধু-বান্ধবের মাঝে এবং কমিউনিটিতে নিজের অজান্তে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমে যাবে এই অ্যাপটি ব্যবহার করা হলে।

কারও টেস্ট রেজাল্ট যদি পজিটিভ হয় এবং তিনি যদি এই তথ্য অ্যাপটিতে আপলোড করতে সম্মত হন ও আপলোড করেন, শুধুমাত্র তখনই স্টেট এবং টেরিটোরির স্বাস্থ্য কর্মকর্তারা এই অ্যাপের মাধ্যমে সংরক্ষিত ডাটা ব্যবহার করতে পারবেন। আর, কাউকে কোয়ারেন্টিনে যাওয়ার জন্য সতর্ক করতে কিংবা টেস্ট করার জন্য বলার ক্ষেত্রেই স্বাস্থ্য কর্মকর্তারা এই অ্যাপের তথ্য ব্যবহার করতে পারবেন।

অস্ট্রেলিয়ান সরকারের অনুমোদিত একমাত্র কন্টাক্ট ট্রেসিং অ্যাপ হলো এই কোভিডসেফ। এ সম্পর্কিত আরও তথ্যের জন্য দেখুন: 

কোভিডসেফ অ্যাপের মাধ্যমে কোন কোন ব্যক্তিগত গোপনীয় তথ্য শেয়ার করছেন?

এই অ্যাপটি ডাউনলোড করার সময়ে ব্যবহারকারীদেরকে তাদের নাম, মোবাইল নম্বর, পোস্ট কোড এবং বয়স-সীমা বিষয়ক তথ্যাবলী প্রদান করতে হয়। এরপর নিবন্ধন সম্পন্ন করার জন্য তাদের ফোন নম্বরে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হয়। তারপর এই সিস্টেমটি একটি ইউনিক এনক্রিপ্টেড রেফারেন্স কোড তৈরি করে।

যেসব মোবাইল সেটে কোভিডসেফ অ্যাপ চালু করা থাকে এবং ব্লুটুথ অন করা থাকে, সেগুলো এই অ্যাপটির মাধ্যমে শনাক্ত হয়। এই অ্যাপটি যখন অপর একজন ব্যবহারকারীকে শনাক্ত করে তখন দিন-ক্ষণ, দূরত্ব এবং সংস্পর্শে কতোটা সময় অতিবাহিত হয়েছে̅̅-এসব তথ্য এবং অপর ব্যবহারকারীর রেফারেন্স কোড সংরক্ষিত হয়। কোভিডসেফ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের লোকেশন বা অবস্থান বিষয়ক তথ্য সংগ্রহ করার কথা নয়।

অস্ট্রেলিয়ান সরকার বলছে, এসব তথ্য এনক্রিপ্টেড এবং ব্যবহারকারীর ফোনে সেই এনক্রিপ্টেড আইডেন্টিফায়ার নিরাপদে সংরক্ষিত। ব্যবহারকারীদের ফোন সেটে সংরক্ষিত কন্টাক্ট ইনফরমেশন ২১ দিন পর ডিলিট হয়ে যাবে। এটি একটি চলমান প্রক্রিয়া। এই সময়কাল নির্ধারণ করা হয়েছে কোভিড-১৯ ইনকিউবেশন পিরিয়ড এবং এটি টেস্ট করার ক্ষেত্রে যে সময় লাগে সে-সব বিবেচনা করে।

অ্যাপ ব্যবহারকারীর টেস্ট রেজাল্ট পজিটিভ হলে কী হবে?

কেউ যদি কোভিড-১৯ এ সুনিশ্চিতভাবে আক্রান্ত হন, তখন তিনি যদি অনুমতি দেন, তাহলে তার অ্যাপটিতে সংরক্ষিত এনক্রিপ্টেড কন্টাক্ট ইনফরমেশন একটি সুরক্ষিত ইনফরমেশন স্টোরেজ সিস্টেমে আপলোড করা হবে। এরপর, স্টেট ও টেরিটোরির স্বাস্থ্য কর্মকর্তারা নিম্ন-লিখিত ব্যবস্থা গ্রহণ করবেন:

  • অ্যাপটির মাধ্যমে সংরক্ষিত কন্টাক্ট বা সংস্পর্শে আসার তথ্যগুলো ব্যবহার করে তাদের সাধারণ কন্টাক্টগুলো ট্রেসিং বা শনাক্ত করবেন।
  • লোকজনকে বা তাদের বাবা-মা কিংবা তাদের অভিভাবকদেরকে জানানো হবে যে, তারা হয়তো সংক্রমিত হয়েছেন।
  • পরবর্তী ধাপে নিম্ন-লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার পরামর্শ দেওয়া হবে:
  • কী কী সতর্কতা অবলম্বন করতে হবে
  • কখন, কীভাবে এবং কোথায় টেস্ট করাতে হবে
  • বন্ধু-বান্ধব এবং পরিবার-পরিজনকে সংক্রমণ থেকে রক্ষা করার জন্য কী করতে হবে
আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ করবে না স্বাস্থ্য কর্মকর্তারা।

আপনি যদি আপনার ডাটার গোপনীয়তা নিয়ে চিন্তিত হন তাহলে দেখুন .
alc covid domestic violence bangla
Source: SBS
অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের ও ঘরোয়া সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।

আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080

alc covid shopping bangla
Source: SBS


আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .

alc-covid-gatherings-bangla
Source: SBS


বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

alc covid ramadan bangla
Source: SBS
Follow SBS Bangla on .



Share
Published 28 April 2020 12:59pm
Updated 28 April 2020 7:03pm
By SBS RADIO
Presented by Sikder Taher Ahmad
Source: SBS News, Australian Government Department of Health


Share this with family and friends