Feature

নিউ সাউথ ওয়েলসের আর্মিডেলে বিসিএসএনই এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত

গত ১৯ আগস্ট ২০২৩ নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটির লুইস লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নিউ ইংল্যান্ডের (BCSNE) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

IMG_6915.JPG

নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটির লুইস লেকচার থিয়েটারে গত ১৯ আগস্ট ২০২৩ অনুষ্ঠিত হলো বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নিউ ইংল্যান্ডের (BCSNE) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। Source: Supplied / BCSNE

বাংলা কবিতা এবং গানে অন্যরকম আড্ডায় জমেছিল নিউ সাউথ ওয়েলসের আর্মিডেল-এ বসবাসকারী বাংলাদেশীরা।

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক মানুষের কাছে বাংলাদেশ সম্পর্কে জানাতে এবং তরুণ প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির সচেতনতা তৈরি করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে উল্লেখ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে ইস্যু করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে।
IMG-20230828-WA0010.jpg
Source: Supplied / BCSNE
বাংলাদেশীদের পাশাপাশি আর্মিডেল-এ বসবাসকারী ভারতীয়, নেপালী এবং শ্রীলঙ্কান সম্প্রদায়ও তাদের নিজস্ব ঐতিহ্যগত নৃত্য প্রদর্শন করে সেখানে।

বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নিউ ইংল্যান্ড একটি অলাভজনক সামাজিক সংগঠন। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো নিউ সাউথ ওয়েলসের নিউ ইংল্যান্ড অঞ্চলে বসবাসকারী বাংলাদেশীদের জন্য বাংলা সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি করে দেওয়া এবং সেখানকার তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরা।
IMG-20230819-WA0013.jpg
Source: Supplied / BCSNE
এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য আর্মিডেল রিজিওনাল কাউন্সিল এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড আর্থিকভাবে সহায়তা প্রদান করে।

প্রেস বিজ্ঞপ্তি

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 31 August 2023 11:32am
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends