মেলবোর্নের ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতি বছর বসন্তের কোনো একদিনেই হয়ে থাকে ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের ‘বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা'। এবারের অনুষ্ঠানটি হচ্ছে এই শনিবার, ১৬ই নভেম্বরে। এবারের থিম ‘চলো বিশ্ব উঠানে ... চলো বিজয়ের টানে’। প্রায় ষাট জন খুদে শিক্ষার্থী এবারের অনুষ্ঠানে অংশ নেবে।

Bangladeshi community in Melbourne

সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য Source: Supplied

'চলো বিশ্ব উঠানে, চলো বিজয়ের টানে' এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে মেলবোর্নের ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৯-এর প্রস্তুতি। আগামী ১৬ই নভেম্বর, শনিবার সন্ধ্যা ৭টায় মেলবোর্নের পশ্চিমে হপার্স ক্রসিংয়ে এটি অনুষ্ঠিত হবে।

গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত গৌরবের সাথে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রসারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল। এতে যুক্ত আছেন মেলবোর্নের বাংলাভাষী সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
Bangladeshi community in Melbourne
শর্ট ফিল্মের শুটিং চলছে Source: Supplied
২০০৬ সালে কয়েকটি পরিবারের উদ্যোগে পরবর্তী প্রজন্মের মধ্যে বাংলা ভাষাকে জাগরুক রাখতে এই স্কুলটি চালু হয়েছিল। এই স্কুলটি পরিচালনা করে থাকে ভিক্টোরিয়ার সবচেয়ে বড় বাংলাদেশি সংগঠন "ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন' বা ভিবিসিএফ।

স্কুলের প্রিন্সিপাল মোর্শেদ কামাল জানান, "এই সাংস্কৃতিক সন্ধ্যায় ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের শিক্ষার্থীরা বাংলাভাষা ও সংস্কৃতির প্রতি তাদের যে অকৃত্রিম ভালবাসা এবং উৎসাহ-উদ্দীপনা রয়েছে তা প্রদর্শন করবে।নিজ সম্প্রদায়ের নতুন প্রজন্মের কাছে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে  তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন। তাই এর তাৎপর্যও অপরিসীম। অনুষ্ঠানে বাংলা গান, কবিতা আবৃত্তি, ঐতিহ্যবাহী নৃত্য, শর্ট ফিল্ম, ফ্যাশন শো অন্তর্ভুক্ত রয়েছে এবং এছাড়াও আমরা আমাদের কমিউনিটি হাবের জন্য তহবিল সংগ্রহ শুরু করব।"
Bangladeshi community in Melbourne
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে শিল্পীরা রিহার্সালে অংশ নিচ্ছেন Source: Supplied
আয়োজকদের পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস নৌজুলা জানান, জাতীয় সংগীতের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে স্কুলের ছোট-বড়ো প্রায় ষাট জন শিক্ষার্থীদের পরিবেশনে থাকবে লোকগান এবং নাচের ফিউশন, সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, এবং নাচ।

তিনি জানান, এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকছে স্কুলের বানানো শর্ট ফিল্ম। এতে প্রথম বারের মতো স্কুলের শিক্ষার্থীরা অভিনয় করেছে। শর্টফিল্মটির নাম দেয়া হয়েছে 'কান্ট্রি ইন মাই হার্ট'; শর্টফিল্মটির শুভমুক্তিও ঘটবে সেই সন্ধ্যায়।

“সব মিলিয়ে বাচ্চারা খুবই একসাইটেড হয়ে অপেক্ষা করছে তাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার জন্য।“

শর্টফিল্ম প্রদর্শনী শেষে শুরু হবে ফ্যাশন শো এবং থিম ডান্স। এছাড়া একটি ফুডস্টল থাকবে, যেখানে পাওয়া যাবে বেশ কিছু মুখরোচক খাবার। আরো থাকছে তিনটি বুটিকস্টল: সনাতন, সালজানা, এবং মনসুন বুটিক।



Share
Published 15 November 2019 12:28pm
Updated 15 November 2019 12:33pm
By Shahan Alam

Share this with family and friends