Feature

খোশ আমদেদ মাহে রমজানঃ শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস

চাঁদ দেখা যাওয়ায় বুধবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবিহ নামাজ পড়েন মুসল্লিরা। এদিন দিনগত রাতে সেহ্‌রি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা পালন করবেন অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডের ধর্মপ্রাণ মুসলিমরা।

Ramadan

Ramadan is a time of appreciation and a time of self-reflection. Source: AAP

বুধবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় বলে জানিয়েছে মুনসাইটিং কমিটি অফ অস্ট্রেলিয়া। যদিও ১৫ মে দেয়া এক বার্তায় আগামীকাল থেকে রোজা শুরুর আগাম ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল।

হিজরি চান্দ্রবর্ষের নবম মাসের আরবি নাম রমাদান। বাংলা উচ্চারণে এটি হয় রমজান। রমাদান বা রমজান শব্দের অর্থ হলো প্রচণ্ড গরম। ইসলামের পাঁচ স্তম্বের একটি হচ্ছে রোজা। 

এরই মধ্যে বুধবার কোন কোন মসজিদে শুরু হয়েছে 'খতম তারাবি', আবার কোথাও কোথাও 'সূরা তারাবি'। মহিমান্বিত এই মাস উপলক্ষে অধিকাংশ মসজিদে রোজাদারদের ইফতারির ব্যবস্থা করা হয়েছে।    

এদিকে, রমজান উপলক্ষে উৎসবমুখুর পরিবেশ বিরাজ করছে মুসলিম অধ্যুষিত সিডনির লাকেম্বা সাবার্বে। পুরো মাস জুড়ে হ্যাল্ডন স্ট্রিটের ফুটপাতে বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত বসবে 'ফুড মার্কেট'। বৃহস্পতিবার থেকে রেলওয়ে প্যারেডে ইফতারির নানা পসরা নিয়ে বসবেন বাংলাদেশি খাদ্য ব্যবসায়িরা।    

মুসলমানদের ইবাদত- বন্দেগীর এ মাস উপলক্ষে এরই মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতারা। 

চাঁদ দেখা যাওয়ায় নিউজিল্যান্ড এবং ফিজির মুসলিমরাও বৃহস্পতিবার থেকে রোজা পালন করবেন।

Share
Published 17 May 2018 3:53am
Updated 5 March 2024 11:19am
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends