রমযানের সময়ে ঘরে নামাজ পড়তে আহ্বান জানালো সৌদি কর্তৃপক্ষ

বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি সৌদি কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে করোনাভাইরাস প্রতিরোধে গৃহীত লকডাউন নিষেধাজ্ঞাগুলো মেনে চলতে এবং রমযান মাসে ঘরেই নামাজ আদায় করতে।

Members of the muslim community celebrate Eid al-Fitr

Members of the muslim community celebrate Eid al-Fitr, marking the end of the month-long fast of Ramadan with prayer at Lakemba Mosque in Sydney, 2019 Source: AAP

সৌদি আরবের শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান সারা পৃথিবীর মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেসব দেশে জন-দূরত্ব বজায় রাখার নির্দেশনা রয়েছে, সে-সব দেশে রমযান মাসে ঘরে নামাজ পড়তে। সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা SPA এর খবরে এ কথা বলা হয়েছে।

এ সপ্তাহের শেষ ভাগে মুসলমানদের পবিত্র রমযান মাস শুরু হবে। এ মাসটিতে সাধারণত মুসলমানরা রোযা রাখেন এবং পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব সাথে নিয়ে ইফতার করেন এবং মসজিদে ব্যাপক সংখ্যায় তারাবিহ্ নামাজ আদায় করেন।
Muslim worshippers perform Eid al-Fitr prayers at the Grand Mosque in the Saudi holy city of Mecca in 2019
Muslim worshippers perform Eid al-Fitr prayers at the Grand Mosque in the Saudi holy city of Mecca in 2019 Source: Getty Images
রবিবার সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়,

“মুসলমানদের গণ-জমায়েত পরিহার করা উচিত। কারণ, এগুলোর মাধ্যমেই মূলত সংক্রমণ ছড়িয়ে পড়ে ... এবং তাদের মনে রাখা উচিত জনগণের জীবন রক্ষা করা অনেক বড় পুণ্য কাজ, যার মাধ্যমে আল্লাহ্র নৈকট্য লাভ করা যায়।”

সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ গত শুক্রবার এর সঙ্গে একমত হয়ে বলেন, করোনাভাইরাস সংক্রমণ চলতে থাকলে রমযান মাসে মুসলমানদের ইবাদত ও এর পরে ঈদ-উল-ফিতরের নামাজ ও উৎসব ঘরেই পালন করতে হবে।

সৌদি আরবে এ পর্যন্ত ৮,২৭৪ ব্যক্তি কোভিড-১৯ এ সুনিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে এবং এদের মাঝে অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে। উপসাগরীয় অঞ্চলের ছয়টি রাষ্ট্রের মধ্যে এটাই সর্বোচ্চ। এই অঞ্চলের দেশগুলোতে সর্বমোট ২৪,৩৭৪ ব্যক্তি আক্রান্ত হয়েছে এবং ১৫৬ জনের মৃত্যু ঘটেছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মার্চ মাসের মাঝামাঝি সৌদি আরবে দৈনিন্দিন পাঁচ ওয়াক্তের নামাজ ও শুক্রবারের জুম্মার নামাজ মসজিদে গিয়ে জামা’তে আদায় করা বন্ধ করা হয়।

গত সপ্তাহে মদীনার মসজিদে নববী কর্তৃপক্ষ বলেন, রমযান মাসে তারা মসজিদে ইফতার করা বন্ধ করতে যাচ্ছে।
alc-covid-gatherings-bangla
Source: SBS
অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।

আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .

alc-covid-gatherings-bangla
Source: SBS


বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

ALC Covid-19 social messaging bangla
Source: SBS
Follow SBS Bangla on .



Share
Published 20 April 2020 3:51pm
Updated 5 March 2024 11:16am
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends