কুইন্সল্যান্ডের দক্ষ পেশাজীবি তালিকা থেকে আরও চারটি পেশা বাদ পড়ল

২০১৮-১৯ অর্থ বছরে আরও চারটি পেশা বাদ পড়ল কুইন্সল্যান্ড স্কিলড অকুপেশনস লিস্টস (QSOL) থেকে।

Skilled Migration

Source: Getty Images

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের দক্ষ পেশাজীবী তালিকা থেকে আরও চারটি পেশা সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে। অভিবাসন ভিসার জন্য ১ ফেব্রুয়ারি থেকে এসব পেশায় দক্ষ ব্যক্তিদেরকে আর আমন্ত্রণ জানানো হবে না।

কুইন্সল্যান্ড স্কিলড অকুপেশনস লিস্টস (QSOL) থেকে ২০১৮-১৯ অর্থবছরে বাদ পড়া পেশাগুলো হচ্ছে:

  • ICT Business Analyst – 261111
  • Quantity Surveyor – 233213
  • Construction Project Manager – 133111
  • Marketing Specialist – 225113
বিজনেস অ্যান্ড স্কিলড মাইগ্রেশন কুইন্সল্যান্ডে () এর কাছে এসব পেশায় বহু ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ জমা পড়েছে। এছাড়া, এগুলোর নির্ধারিত কোটাও পূর্ণ হয়ে গেছে। ১ ফেব্রুয়ারির আগে কেউ যদি এসব পেশার জন্য আমন্ত্রণ না পেয়ে থাকেন, তাহলে এখন আর নতুন করে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হবে না।
The Brisbane River and the city's skyline.
Almost 100,000 are expected at Brisbane's riverfront to watch the New Year's Eve fireworks. (AAP) Source: AAP
যাদেরকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়া না দেন সেক্ষেত্রে কুইন্সল্যান্ডের ইমিগ্রেশন এ বিষয়ে জানানো হবে।

এছাড়া, অফশোর কুইন্সল্যান্ড স্কিলড অকুপেশনস লিস্টস (QSOL) থেকে নিম্নলিখিত পেশাগুলো বাদ দেওয়া হয়েছে:

  • Interior Designer – 232511
  • Actuary – 224111
তবে, কুইন্সল্যান্ডের অনশোর লিস্টে এগুলো থাকবে।

Follow SBS Bangla on .








































Share
Published 4 February 2019 3:04pm
Updated 4 February 2019 3:07pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends