‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’: ৮ ফেব্রুয়ারি মাঠে নামছেন তারকা ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার ভয়াবহ বুশফায়ারে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে একটি চ্যারিটি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’ নামের এই ম্যাচটিতে মাঠে নামবেন রিকি পন্টিং, ওয়াসিম আকরামসহ তারকা ক্রিকেটাররা; কোচ হিসেবে অংশ নিবেন শচীন টেন্ডুলকার এবং কোর্টনি ওয়ালশ।

wasim akram and Shaniera akram.

Wasim Akram with his Australian wife Shaniera Akram. Source: Mohamed Nasir

এ বারের বুশফায়ারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত অন্তত ৫০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে, মারা গেছেন অন্তত ২৭ ব্যক্তি এবং পুড়ে গেছে ছয় মিলিয়ন হেক্টরেরও বেশি ভূমি।

বুশফায়ারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বুশফায়ার রিলিফ ফান্ডের জন্য তারা আয়োজন করতে যাচ্ছে । আগামী ৮ ফেব্রুয়ারি সাবেক এবং বর্তমান কিংবদন্তি ক্রিকেটাররা অংশ নিবেন এই ম্যাচটিতে।
খেলা হবে রিকি পন্টিং একাদশ এবং শ্যেন ওয়ার্ন একাদশের মধ্যে। এদের দলের সম্মত হয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেস বোলার কোর্টনি ওয়ালশ।

অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরামের গভীর সম্পর্ক সেই খেলোয়াড়ী দিনগুলো থেকেই। একজন অস্ট্রেলিয়ান নারীকে তিনি বিয়েও করেছেন। অস্ট্রেলিয়ার বিপদের সময়ে তিনি এগিয়ে আসবেন না তা হয় না।
এই ম্যাচে ওয়াসিম আকরাম ছাড়াও খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, শ্যেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট, ভারতের যুবরাজ সিং-সহ সাবেক তারকা খেলোয়াড়রা। আরও থাকবেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেন, ব্রেট লি, মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসনের মতো বিখ্যাত ক্রিকেটাররা।

ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয় নি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) কিংবা অ্যাডিলেইড ওভালে খেলা হতে পারে। এটি মূলত নির্ভর করবে বিবিএল ফাইনালের জন্য কোন শহরের বিগ ব্যাশ ক্লাব হোস্টিং রাইটস অর্জন করে তার উপর। আগামী শুক্রবার রাতে এ বিষয়ে জানা যাবে।

এ পর্যন্ত ১৯ জন বিখ্যাত খেলোয়াড় নানাভাবে এতে অংশ নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। ম্যাচের আগে বাকি খেলোয়াড়দের নিশ্চিত করা হবে।

বুশফায়ার ক্রিকেট ম্যাচ

খেলোয়াড়: শ্যেন ওয়ার্ন (অধিনায়ক), রিকি পন্টিং (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যান্ড্রিউ সাইমন্ডস, ব্রাড ফিটলার, ব্রাড হাডিন, ব্রেট লি, এলিসি ভিলানি, গ্রেস হ্যারিস, জাস্টিন ল্যাঙ্গার, লুক হজ, ম্যাথিউ হেইডেন, মাইকেল ক্লার্ক, মাইক হাসি, ফিবি লিচফিল্ড, শেন ওয়াটসন, যুবরাজ সিং, ওয়াসিম আকরাম (পরবর্তীতে আরও যোগ হবে)।

কোচ: শচীন টেন্ডুলকার, কোর্টনি ওয়ালশ

খেলায় অংশ নেবেন না তবে সাথে থাকবেন: স্টিভ ওয়াহ, মেল জোন্স, অ্যান্ড্রিউ জোন্স।

Follow SBS Bangla on .

Share
Published 28 January 2020 5:16pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends