খেলতে গিয়ে পারিবারিক বাধা পান নি বাংলাদেশী নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি

Nigar Sultana Joty

Bangladeshi woman cricketer Ms Nigar Sultana Joty is visiting Australia as part of the ICC Global Development Squad. Source: Supplied

আইসিসি গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের অংশ হিসেবে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে এসেছেন বাংলাদেশী নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটে উদীয়মান দেশগুলো থেকে ২-৩ জন করে খেলোয়াড়কে সাধারণত এই স্কোয়াডে নেওয়া হয়ে থাকে। তারা মেলবোর্নে ভিক্টোরিয়ান উইমেনস ক্রিকেট টিমের বিরুদ্ধে খেলবেন।


ক্রিকেট খেলার ক্ষেত্রে সব সময়েই পরিবারের পরিপূর্ণ সমর্থন পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি। তবে, বিষয়টি তার বাবা-মায়ের জন্য এতোটা সহজ ছিল না। লোকজন জিজ্ঞাসা করতো, মেয়েকে যে ক্রিকেটে দিয়েছেন, বিয়ে দেবেন কীভাবে?

“আমার মা আমাকে স্টেডিয়ামে নিয়ে যেতেন”, বলেন নিগার সুলতানা।

নিগার সুলতানার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share