সার্ফিং করতে গিয়ে মরতে বসেছিলেন সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন

ছুটিতে পরিবারসহ সার্ফিং করতে গিয়ে আর একটু হলে মরতে বসেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সাবেক ওপেনার ম্যাথু হেইডেন।

Former Australian test player Matthew Hayden

Matthew Hayden admits he's lucky to have survived after suffering spinal injuries while surfing. Source: AAP

সার্ফিং করেতে গিয়ে আর একটু হলে মারা যেতে পারতেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন।

ছুটিতে কুইন্সল্যান্ডের নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপে ছেলে জোশের সঙ্গে সার্ফিং করছিলেন তিনি। তখন ঢেউয়ের দাপটে বালিতে আছড়ে পড়েন তিনি। ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলেছেন, আরও বড় হতেই পারত। কপালজোরে বেঁচে গিয়েছেন তিনি।

মাথায় ও ঘাড়ে চোট লেগেছে, চিড় ধরেছে মেরুদণ্ডেও। ছিড়েছে লিগামেন্ট। রক্তাক্ত হয়েছে কপাল। ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিজের একটা ছবিও পোস্ট করেছেন হেইডেন। যাতে রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে তাকে।

ম্যাথু হেইডেনকে উদ্ধৃত করে বলা হয়েছে, হেইডেন লিখেছেন, তিনি কোনওক্রমে একটা বুলেটকে এড়াতে পেরেছেন!
Australia's Hayden fractures neck in surfing accident
Australia's Hayden fractures neck in surfing accident Source: Reuters
এই দুর্ঘটনার পর তার এমআরআই ও স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা যায় ভয়াবহ চোট লেগেছে এবং অনেক জায়গায় ভেঙেছে এবং চিড়ও ধরেছে। তবে এতোকিছুর পরও সার্ফিং ছাড়ছেন না হেইডেন।

Follow SBS Bangla on .

Share
Published 9 October 2018 3:44pm
Updated 29 October 2018 4:05pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends