সিডনিতে কলেজ চালাচ্ছেন বাংলাদেশী নারী উদ্যোক্তা

Srabonti Kazi Ashrafi

Srabonti Kazi Ashrafi, Director, Australasian International Academy. Source: Supplied

সিডনির শিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশী নারী উদ্যোক্তা শ্রাবন্তী কাজী আশরাফি। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।


শিক্ষা ক্ষেত্রে কিছু করার ইচ্ছে ছিল ছোট বেলা থেকেই, বলেন অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির ডিরেক্টর শ্রাবন্তী কাজী আশরাফী।

এই শিক্ষা প্রতিষ্ঠানটি কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়ার অনুমোদিত একটি কলেজ। এসবিএস বাংলাকে শ্রাবন্তী বলেন, সিডনি সিবিডি, প্যারামাটা ও বোল্কহ্যাম হিলস-এ এর ক্যাম্পাস রয়েছে।

কলেজটিতে আর্লি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড কেয়ার, বিজনেস এবং ইনফরমেশন টেকনোলজিসহ বেশ কিছু বিষয় পড়ানো হয়। প্রায় ৩৫টি দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে, বলেন শ্রাবন্তী।

শ্রাবন্তী কাজী আশরাফীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share