প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা ঠিক হবে না

National Party of Australia activist Mr Shibli Chowdhury

National Party of Australia activist Mr Shibli Chowdhury. Source: SBS Bangla/Supplied

Get the SBS Audio app

Other ways to listen

‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত? অন্যদিকে, বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ডাবোতে ন্যাশনাল পার্টি অফ অস্ট্রেলিয়ার সদস্য এবং সমাজকর্মী শিবলি চৌধুরী।


‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ডাবোতে ন্যাশনাল পার্টি অফ অস্ট্রেলিয়ার সদস্য এবং সমাজকর্মী শিবলি চৌধুরী।

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন,

“আমাদের সকলেরই উচিত (অস্ট্রেলিয়ার মূলধারার) রাজনীতির সঙ্গে বিভিন্নভাবে জড়িত হওয়া। এটা আসলে একটা সামাজিক দায়বদ্ধতা।”

বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা সম্পর্কে শিবলি চৌধুরী বলেন,

“অবশ্যই করতে পারে। সবার স্বাধীনতা আছে।”

তবে, এমন কিছু করা যাবে না যার জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, বলেন তিনি।

“আমার মনে হয় আমরা এমন কোনো কিছু না করি যেখানে নিজেদের ভাবমূর্তির সাথে সাথে বাংলাদেশের ভাবমূর্তিকে যেন নষ্ট না করা হয়।”

শিবলি চৌধুরীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share