প্রাসঙ্গিক ভাবনা: অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাজনীতি কতোটা যৌক্তিক?

Dr Qaiyum Parvez

Dr Qaiyum Parvez. Source: Facebook, SBS

Get the SBS Audio app

Other ways to listen

‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত এবং বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু?


‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির শিক্ষক ড. কাইয়ুম পারভেজ।

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন,

“আমরা যারা প্রবাসী, এটা আমাদের দ্বিতীয় নিবাস।”

“নতুন প্রজন্মের কথা চিন্তা করে এখানে আমাদেরকে ভাবতে হবে যে, এটা আমাদের বাড়ি।”

“এখানে থাকতে গেলে আমাকে এখানকার মতোই চলতে হবে। সেজন্য এখানকার রাজনীতির সঙ্গে আমাদেরকে মিশতে হবে।”

আর, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাজনীতি করাটা কতোটা যৌক্তিক সে সম্পর্কে ড. পারভেজ বলেন, বিষয়টি বিতর্কিত। এর ভাল-খারাপ দু’টি দিকই রয়েছে।

ড. কাইয়ুম পারভেজের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .



Share