অস্ট্রেলিয়ায় স্বল্প সময়ের মধ্যেই কর্ম ও স্থায়ী বসবাসের সুযোগ দিতে একটি নতুন ভিসা চালু হয়েছে :কাউসার খান

Fiisayaasha qoysaska

Source: iStockphoto

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষস্থানীয় বাসযোগ্য দেশগুলোর একটি। শিক্ষা, কর্ম ও উন্নত ভবিষ্যতের আশায় প্রতিবছর লাখ লাখ অভিবাসী অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে চান।অস্ট্রেলিয়ার বিভিন্ন পেশার দক্ষ কর্মীর অভাব দূর করতে এবং প্রগতি ও উন্নয়নে অংশ নিতে বিভিন্ন নতুন ভিসা চালু করে অভিবাসন বিভাগ।


গত বছর নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় তেমনই একটি নতুন ভিসা চালু হয়েছে, । অস্ট্রেলিয়ার  কৃষি, বিজ্ঞান, চিকিৎসা, সাইবার নিরাপত্তা,বাণিজ্য ও তথ্যবিজ্ঞানসহ বিভিন্ন প্রযুক্তি  খাতে উচ্চতর দক্ষ পেশাদারদের অংশগ্রহণের সুযোগ দিতে এ ভিসা চালু করা হয়েছে। আর যোগ্যতা ও সকল প্রমাণাদি সঠিক থাকলে এ ভিসায় মনোনীত হয়ে অস্ট্রেলিয়ায় স্বল্প সময়ের মধ্যেই কর্ম ও স্থায়ী বসবাসের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান।

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন। 
Kawsar Khan
Kawsar Khan Source: Kawsar Khan
বিশেষ দ্রষ্টব্যঃ  

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা সাধারণ তথ্য এবং নির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরো প্রাসঙ্গিক এবং নির্দিষ্ট তথ্য পেতে চান তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।
আরও দেখুনঃ



 


Share