আজ ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস

International Women's Day

International Women's Day Pink Gerbera with symbolic purple ribbon on white wood table. Source: iStockphoto

এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম হচ্ছে, “ব্যাল্যান্স ফর বেটার”।


প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। নারী-অধিকার প্রতিষ্ঠাই এই দিবসের মূলমন্ত্র। ১৯০৯ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথম নারী দিবস উদযাপন করে। এর পর থেকে এটি নিয়মিতভাবে পালিত হয়ে আসছে।
Dr. Tarannum Afrin
Dr Tarannum Afrin Source: Supplied
১৯৭৫ সালে নারী দিবসের স্বীকৃতি দেয় জাতিসংঘ। এর আগে এটি ছিল বিভিন্ন সমাজবাদী আন্দোলনের অংশ এবং এটি মূলত সমাজতান্ত্রিক দেশগুলোতে পালিত হতো। বর্তমানে সারা বিশ্বেই পালিত হচ্ছে নারী দিবস।
Shajuty Islam
Shajuty Islam Source: Supplied
এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ব্যাল্যান্স ফর বেটার”। নারী দিবস নিয়ে কী ভাবছেন অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালি নারীরা? এসবিএস বাংলার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন ড. তারান্নুম আফরিন, সেজুতি ইসলাম এবং সাদিয়া হামিদ নিঝুম।
Sadia Hamid Nijhum
Sadia Hamid Nijhum Source: Supplied
বাংলায় তাদের সাক্ষাৎকারগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




















































Share