‘বাংলাদেশের সমাজ এখনও নারী-বান্ধব হয়ে ওঠে নি’

Nusrat Jahan Rafi

Nusrat Jahan Rafi, a madrasa girl from Feni, Bangladesh who was burnt in reprisal after sexual abuse charges against the principal. Source: thebaghdadpost.com

বাংলাদেশে বহুল আলোচিত মাদ্রাসা-ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় হয়েছে সম্প্রতি। অধ্যক্ষ সিরাজসহ ১৬ জন আসামীর সবাইকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন।


বাংলাদেশের বহুল আলোচিত মাদ্রাসা-ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের প্রায় ৭ মাস পর ২৪ অক্টোবর ২০১৯ রায় প্রদান করা হয়। এ সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন বলেন,

“এই মাদ্রাসা প্রাঙ্গনেই, যেখানে ধর্ম, কুরআন, হাদীস শিখতে গিয়েছিল, সমাজকে আলোকিত করবে- এই উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে গিয়েছিল, সেই মাদ্রাসা প্রাঙ্গনেই ষড়যন্ত্র করা হয় যে, তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে।”

তিনি আরও বলেন,

“বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাষ্ট্র এখনও নারী-বান্ধব হয়ে ওঠে নি।”

অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on .

Share