গ্রুপ সার্টিফিকেট নিয়ে করদাতাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই

Say goodbye to group certificates for good as tax turns digital

Source: Pixabay

ইনকাম-ট্যাক্স রিটার্নের সময় চলে এসেছে। এবার আর আগের মতো গ্রুপ সার্টিফিকেট পাবেন না আপনি। নিয়োগদাতারা এবার সরাসরি ট্যাক্স অফিসে গ্রুপ সার্টিফিকেট পাঠিয়ে দিবে।


প্রত্যেক নিয়োগদাতা বছর শেষে তাদের কর্মীদেরকে একটি সার-সংক্ষেপ দিত যেখানে সারা বছরের উপার্জনের বিবরণ, কর্তিত আয়কর ইত্যাদির উল্লেখ থাকতো। এই বিবরণীটির নাম PAYG Payment Summary। প্রচলিতভাবে এটাকে গ্রুপ সার্টিফিকেট বলা হয়ে থাকে।

ট্যাক্স অফিসের নতুন নিয়ম অনুসারে এ বছর আর আয়করদাতাদের কাছে এই গ্রুপ সার্টিফিকেট পাঠাবে না নিয়োগদাতারা। এটি সরাসরি ট্যাক্স অফিসে পাঠানো হবে।

চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ট্যাক্স অ্যাডভাইজার সৈয়দ আকরাম উল্লা বলেন,

“গ্রুপ সার্টিফিকেট নিয়ে করদাতাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

সৈয়দ আকরাম উল্লার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share