ট্যাক্স-কাটের ফলে উচ্চবিত্ত অস্ট্রেলিয়ানরা লাভবান হবেন

Federal Budget 2021: Taxes

How the tax offsets announced in this year's budget in Australia will be received Source: Getty Images

ইউনিভার্সিটি অফ ওলঙগঙের স্কুল অফ অ্যাকাউন্টিং, ইকনমিক্স অ্যান্ড ফাইন্যান্সের সিনিয়র লেকচারার ড. খোরশেদ চৌধুরী বলেন, কোয়ালিশন সরকারের ট্যাক্স-কাট বিল পাশ হওয়ায় এখন উচ্চবিত্ত অস্ট্রেলিয়ানরা লাভবান হবেন।


সম্প্রতি কোয়ালিশন সরকার ফেডারাল সিনেটে তাদের ট্যাক্স-কাট পরিকল্পনা পাশ করেছে। ট্যাক্স-কাট বা ট্যাক্স অফসেট ঘোষণা করা হয়েছিল মে মাসের বাজেটে। এখন সেটা বাস্তবায়ন করতে যাচ্ছে কোয়ালিশন সরকার।

ইউনিভার্সিটি অফ ওলঙগঙের স্কুল অফ অ্যাকাউন্টিং, ইকনমিক্স অ্যান্ড ফাইন্যান্সের সিনিয়র লেকচারার ড. খোরশেদ চৌধুরী এসবিএস বাংলাকে বলেন, কোয়ালিশন সরকারের ট্যাক্স-কাট বিল পাশ হওয়ায় এখন উচ্চবিত্ত অস্ট্রেলিয়ানরা লাভবান হবেন।

তার মতে, এতে সাধারণ জনগণও কিছুটা উপকৃত হবে। কারণ, ট্যাক্স অফসেট যদি বাড়ে, রিবেট যদি বাড়ে, আর যদি ইনকাম ট্যাক্স হার কমে, তাহলে মানুষের হাত বাড়তি ডলার আসবে।

কিন্তু, এই বাড়তি অর্থ অর্থনীতিতে খরচ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন ড. চৌধুরী।

তিনি বলেন, ব্যক্তি এবং পরিবারবর্গ এখন ঋণগ্রস্ত। উপার্জনের সঙ্গে ঋণের অনুপাত এখন প্রায় শতকরা ২০০ ভাগ। এটাকে শঙ্কার বিষয় বলে মনে করেন তিনি।

ড. চৌধুরী রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া (আরবিএ)-এর প্রশংসা করেন। তিনি বলেন,

“রিজার্ভ ব্যাংক সরকার থেকে আলাদা, স্বাধীন। তারা চায়, আমাদের মূদ্রাস্ফীতির হারটা যেন বার্ষিক ২-৩ শতাংশের মধ্যে থাকে। সুখের বিষয় হচ্ছে, রিজার্ভ ব্যাংক আপাতত অনেকদিন ধরে এই টার্গেটের মধ্যে তার মূদ্রাস্ফীতিটাকে বেঁধে রেখেছে।”

তার মতে,

“রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া ভীষণ ভাল কাজ করছে।”
Khorshed Chowdhury
Khorshed Chowdhury, Senior Lecturer, Economics, School of Accounting, Economics & Finance, Faculty of Business, University of Wollongong. Source: Supplied
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .











































Share