কোন ফী ছাড়াই অস্ট্রেলিয়ায় অস্থায়ী ভিসায় থাকা রোগীদের দেখছেন ডাঃ জিয়া

Free GP Services for temp visa holders

Dr Syed Zia Hussain Source: SBS

Get the SBS Audio app

Other ways to listen

কোভিড ১৯ প্রাদুর্ভাব অস্ট্রেলিয়ার নাজুক কমিউনিটির অসহায়ত্ত্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে স্বাস্থ্য সেবা নিতে যারা কষ্ট করে যাচ্ছে। অনেককেই অন্যদের দয়া এবং উদারতার ওপর নির্ভর করতে হচ্ছে।


ওয়েস্টার্ন সিডনির জিপি ডঃ জিয়া একজন পরোপকারী ব্যক্তি, তিনি অস্থায়ী ভিসাধারীদের বিনামূল্যে চিকিৎসাপত্র দিয়ে আসছেন। 

ডঃ সায়েদ জিয়া হোসেইনের অফিসটি তাই সবসময় অনেক ব্যস্ত থাকে। তিনি মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন, যারা আর্থিক সমস্যায় আছেন এবং কোভিড ১৯ প্রাদুর্ভাব শুরুর পর থেকেই তিনি প্রতিদিন নতুন নতুন রোগীর অব্যাহত আগমন দেখতে পাচ্ছেন।  

ডঃ জিয়া বলেন, "অস্থায়ী ভিসায় বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে, রিফিউজি বা যাদের হেলথ ইনস্যুরেন্স নেই, এমন অনেকে আমার কাছে আসে, অনেকেই তাদের বাবা-মাদের নিয়ে আসে, আমি যখন দেখি তারা এই খরচ দিতে পারছে না, আমি তাদের ফী নেই না।" 

পরমজিৎ কাউর টুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন তার পরিবারকে দেখতে। কিন্তু কোভিড ১৯-এর কারণে আন্তর্জাতিক বর্ডার বন্ধ হয়ে গেলে তিনি আর ফিরে যেতে পারেননি। 

তিনি ডঃ জিয়া সম্পর্কে বলেন, "তিনি আমার পরিবারের সদস্যের মত, উনি খুব ভাল মানুষ, আমার সমস্যাগুলো উনি বুঝতে পারেন, সবচেয়ে বড় কথা উনি আমার ভাষা বোঝেন।"  

পরমজিৎ কাউর ভুগছেন রিউমেটোইড আর্থ্রাইটিজে এবং হাইপার টেনসিভ ব্লাড প্রেসারে, তার জন্য মেডিকেয়ার ছাড়া নিয়মিত চেক-আপ খুবই ব্যয়বহুল।তবে তিনি ডঃ জিয়ার খোঁজ পেয়েছেন, তাদের আত্মীয়রা তাকে এখানে নিয়ে এসেছে।

কিন্তু ডঃ জিয়ার এই পরোপকারিতা নতুন কিছু নয়। তিনি তার জন্মভূমি পাকিস্তানে অন্তত ৪০ ভাগ রোগী দেখতেন কোন ফী ছাড়াই এবং এই আবেগ তার পেশাগত কাজে পুরোপুরি বিদ্যমান। 

মেডিক্যাল রিসেপশনিস্ট আইশা বাহ বলেন কোভিড ১৯ প্রাদুর্ভাব ওয়েস্টার্ন সিডনির কমিউনিটি স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে হিমসিম খাচ্ছে। 

তিনি বলেন, এই মানুষগুলোর জন্য ডঃ জিয়া একটু হলেও স্বস্তি নিয়ে এসেছেন।

পুরো প্রতিবেদনটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে বা ছবিতে ক্লিক করুন 

আরও দেখুনঃ 

Share