যৌথ পরিবারের মতই ঈদ পালন করেন হোবার্টের বাংলাদেশীরা

Ramadan

Iftar party in Hobart. Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

ঈদ নামাজের পর সবাই একসাথে খান সকালের খাবার, হোবার্ট প্রবাসীরা যার নাম দিয়েছেন 'মর্নিং টি'। এ শহরে বসবাসরত প্রায় তিনশ বাংলাদেশী রাতে অংশ নেন 'ঈদ মেলায়'। এভাবেই সকাল থেকে রাত অবদি একত্রে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের বাংলাদেশীরা। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। তাসমানিয়ার হোবার্ট শহরে বসবাসরত বাংলাদেশী কম্যুনিটির প্রতিনিধি আশফাকুর রহমানের সাথে কথা বলেছে এসবিএস বাংলা। পুরো কথোপকথন শুনতে উপরের লিংকে ক্লিক করুন।


জনসংখ্যা কম হওয়ায় সিডনি বা মেলবোর্নের মত ঈদ বাজার বসে না তাসমানিয়ায়। "বেশীরভাগ মানুষই দেশ থেকে আসার সময় তাদের ঈদ পোশাক নিয়ে আসেন," বলেছেন আশফাকুর রহমান। অনেকেই আবার আস্থা রাখছেন অনলাইন শপিং।

রমজান মাস উপলক্ষে হোবার্ট মসজিদে একদিন ইফতারের আয়োজন করেছিল প্রবাসী বাংলাদেশীরা। যেখানে বিভিন্ন কম্যুনিটির মানুষ অংশ নেয়।
Eid Shopping
Iftar party. Source: Supplied
এসবিএস বাংলা পেইজ।

Share