মেলবোর্নে আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, সাবকন্টিনেন্ট বিভাগে আছে বাংলাদেশের কয়েকটি সিনেমা

IFFM 2021

12th Edition of Indian Film Festival of Melbourne to kickstart online on 15 August. Source: IFFM

২৭টি ভাষায় নির্মিত ১২০টি সিনেমা নিয়ে আবারো ফিরে এসেছে এ বছরের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন। ভারতীয় ধ্রুপদী থেকে সমসাময়িক জনপ্রিয় চলচ্চিত্রের এই উৎসবটি শুরু হবে সত্যজিৎ রায়ের সিনেমা 'মহানগর' দিয়ে ১৫ই আগস্ট থেকে, চলবে ৩০ আগস্ট পর্যন্ত।


এক নজরে এবারের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (আইএফএফএম):

  • উৎসবে দেখানো হবে ভারতের ২৭টি ভাষায় নির্মিত ১২০টি সিনেমা।
  • প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বেশ কিছু ছবি নিয়ে রয়েছে একটি রেট্রোস্পেক্টিভ।
  • সিনেমাগুলো দেখানো হবে অনলাইনে একদম বিনামূল্যে।
  • দেখানো হবে উল্লেখযোগ্য সংখ্যক নারী নির্মাতাদের চলচ্চিত্র।

এই উৎসবের পরিচালক মিতু ভৌমিক এসবিএস বাংলাকে জানিয়েছেন উৎসবের আয়োজন সম্পর্কে।

মিজ ভৌমিক বলেন, এই উৎসবটি প্রথম শুরু হয়েছিল ২০১০ সালে। ভারতের ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, আঞ্চলিক সিনেমাগুলো যাতে অস্ট্রেলিয়ার দর্শকরা দেখতে পায় সেই চিন্তা থেকেই উৎসবটি আয়োজনের চিন্তা করা হয়েছিলো।
Mitu Bhowmick is the Festival Director of IFFM
Mitu Bhowmick is the Festival Director of IFFM Source: Mitu Bhowmick/IFFM
তিনি বলেন, "গত বছর কোভিডের কারণে আমরা প্রথম অনলাইনে ফিল্ম শোয়ের আয়োজন করি, তখন আমরা প্রচুর দর্শক পেলাম। তারপর থেকে পুরো উৎসবটি সিনেমা হলের পাশাপাশি অনলাইনে করার সিদ্ধান্ত নেই।"

প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতার মহানগর দিয়ে শুরু হচ্ছে উৎসবটি।

এ প্রসঙ্গে মিতু ভৌমিক বলেন, "সত্যজিৎ রায় ভারতীয় ধ্রুপদী চলচ্চিত্রের আইকন, এবছর তার জন্মশত বার্ষিকীতে উৎসবে ১০টি সিনেমা থাকছে।"
উৎসবে বেশ কিছু বাংলা পূর্ণদৈর্ঘ্য সিনেমা, শর্ট ফিল্ম এবং তথ্যচিত্রও থাকছে যার মধ্যে হচ্ছে সত্যজিৎ রায়ের সিনেমার ফটোগ্রাফার নিমাই ঘোষের একটি তথ্যচিত্র।

উৎসবের প্রতিযোগিতা বিভাগে আছে একটি বাংলা চলচ্চিত্র 'তাসের ঘর'।
Bangladeshi movie 'The Salt in Our waters' is one of the entry in Subcontinent section.
Bangladeshi movie 'The Salt in Our waters' is one of the entry in Subcontinent section of IFFM. Source: IFFM
মিজ ভৌমিক জানান, এই উৎসবের সাবকন্টিনেন্ট বিভাগে আছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল এবং ভুটানের সিনেমা। আলোচিত বাংলাদেশি সিনেমা 'দ্য সল্ট ইন আওয়ার ওয়াটার্স', ভারতের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত 'মায়ার জঞ্জাল' ছাড়াও আছে দুটি তথ্যচিত্র।

মিতু ভৌমিকের পুরো সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

অনলাইনে বিনামূল্যে ছবিগুলো দেখতে ভিজিট করুন:

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন। 

আরো দেখুন:




Share