“আসলে আমি কতোটুকু শিল্পী, এটা বিচার করার দায়িত্ব শ্রোতাদের”

কণ্ঠশিল্পী অবনী মাহবুব বলেন কোভিড-১৯ এর এই সময়টিতে, “গানের কাজ কিন্তু থেমে নেই। গানের রিলিজও হচ্ছে, ভিডিও প্রোডাকশনও হচ্ছে।”

কণ্ঠশিল্পী অবনী মাহবুব বলেন কোভিড-১৯ এর এই সময়টিতে, “গানের কাজ কিন্তু থেমে নেই। গানের রিলিজও হচ্ছে, ভিডিও প্রোডাকশনও হচ্ছে।” Source: Aboni Mahbub

Get the SBS Audio app

Other ways to listen

ব্রিসবেনের কণ্ঠশিল্পী অবনী মাহবুব পেশায় স্থপতি। ছোটবেলায় বাংলাদেশে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে গানের তালিম নিয়েছেন তিনি।


অবনী মাহবুব অস্ট্রেলিয়ায় এসেছেন ২০০৫ সালে। তিনি মূলত রবীন্দ্র-সঙ্গীতের তালিম নিয়েছেন। তবে, এখন তিনি মৌলিক গানও করছেন। এ সম্পর্কে তিনি বলেন,

“আমি যেহেতু রবীন্দ্র-সঙ্গীত শিখেছি, তাই বছর দু’য়েক আগে যখন প্রথম আমি গান রিলিজ করলাম, রবীন্দ্র-সঙ্গীত রিলিজ করলাম। এরপর সবাই অনুপ্রেরণা ও সাহস দেন কিছু মৌলিক গান রেকর্ড করার জন্য।”

“তো সেই থেকে আমি কিছু মৌলিক গানও রিলিজ করা শুরু করলাম”, বলেন তিনি।
রবীন্দ্র-সঙ্গীতের প্রতি আলাদা টানের পাশাপাশি তিনি লালন ও শাহ আব্দুল করীমের গানগুলোর কথাও বলেন।

“এখন মৌলিক গানের ওপর আমার ফোকাস বেশি। আর, তার পাশাপাশি আমার একটা আলাদা টান আছে লালনের গান, তারপর শাহ আব্দুল করীমের গানগুলোর প্রতি।”

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর এই সময়টিতে সঙ্গীত-চর্চা কী রকম চলছে, এ সম্পর্কে তিনি বলেন, “গানের কাজ কিন্তু থেমে নেই। গানের রিলিজও হচ্ছে, ভিডিও প্রোডাকশনও হচ্ছে।”

সামনে বেশ কিছু কনসার্টে অংশ নেওয়ার কথা জানান এই সঙ্গীত-শিল্পী।

“সামনে বেশ কয়েকটা কনসার্টে গান করছি, লাইভ পারফরমেন্স।”

অবনী মাহবুব নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিতে কুণ্ঠা বোধ করেন। তিনি বলেন,

“আসলে আমি কতোটুকু শিল্পী, এটা বিচার করার দায়িত্ব শ্রোতাদের।”

সঙ্গীত চর্চার পেছনে তিনি তার মায়ের ও তার সঙ্গীত-শিক্ষকদের ভূমিকা স্মরণ করেন।

“আমার সঙ্গীত-চর্চা শুরু হয়েছে আমার মায়ের অনুপ্রেরণায়। তারপর, আমি কৃতিত্ব দিব আমার শিক্ষকদেরকে।”
অবনী মাহবুবের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share