আবারও ক্যাশ রেট কমালো অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক

The Reserve Bank of Australia in Sydney

The Reserve Bank of Australia in Sydney. Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া (R-B-A) এই প্রথমবার তাদের অফিশিয়াল ক্যাশ রেট এক শতাংশের নিচে ধার্য্য করেছে। গত জুন মাসের পর থেকে তৃতীয় বারের মতো R-B-A তাদের ক্যাশ রেট কমালো। ক্রমবর্ধমান বেকারত্ব রোধে এবং স্থিতিশীল অর্থনীতিতে উদ্দীপনা জাগাতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে।


এই প্রথমবারের মতো রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া (R-B-A) তাদের অফিসিয়াল ক্যাশ রেট এক শতাংশের নিচে ধার্য করলো। ২৫ বেসিক পয়েন্টে থেকে ০.৭৫ শতাংশে ধার্য্য করলো। জুন মাসের পর থেকে এ নিয়ে তিনবারের মতো এমন সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় ব্যাঙ্ক।

বছরের শুরুতে বেকারত্বের হার ৪.৯ শতাংশ থেকে বেড়ে ৫.৩ শতাংশ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, কোয়ালিশন আশা করে ব্যাংকগুলো রেট কাট-এর সুবিধা গ্রাহকদেরকে দেবেন।

labor দলের ট্রেজারি বিষয়ক মুখপাত্র জিম চালমার্স বলেন, সরকারের নিষ্ক্রিয়তার বিষয়টি R-B-A কে এই ঐতিহাসিক রেট কমানোর জন্য প্ররোচিত করেছে।

তবে ভবিষ্যতে এই রেট আরো কমানোর সম্ভাবনা নাকচ করে নি R-B-A।

কেন্দ্রীয় ব্যাঙ্ক বলছে, অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বাড়াতে এবং সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতির লক্ষ্য অর্জন করতে আর্থিক নীতি আরও সহজ করতে প্রস্তুত রয়েছে তারা।
 
গত সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সম্পত্তির দাম ০.৯ শতাংশ বেড়েছে।
 
সিডনি এবং মেলবোর্ন এ বৃদ্ধির হার সব চাইতে বেশি ১.৭ শতাংশ ছিল।
ক্যানবেরায় এ বৃদ্ধি এক শতাংশ বেড়েছিল। তবে অন্যান্য বড় নগরগুলোতে দ্রব্যমূল্যের হ্রাস পেয়েছে অথবা একই অবস্থায় রয়েছে।

ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি CoreLogic-এর হেড অফ রিসার্চ টিম ললেস বলেন, তিনি আশা করেন না যে, RBA এর এই রেট কাট হাউজিং মার্কেটের উপর খুব একটা প্রভাব ফেলবে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share