আবাসন সমস্যায় পড়ে অস্ট্রেলিয়ায় নবাগত আন্তর্জাতিক শিক্ষার্থীরা

rent

Source: Pixabay

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ায় নবাগত আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা আবাসন সমস্যায় পড়ে। বিশ্ববিদ্যালয় থেকে যে ব্যবস্থা করা হয় তা অনেকের জন্য ব্যয়বহুল হওয়ায় তারা আবাসিক এলাকায় বাড়ি ভাড়া করতে বাধ্য হয়। সেখানেও বিপত্তি। রেন্টাল হিস্টরি এবং আনুষঙ্গিক নানা কারণে ভোগান্তি পোহাতে হয় তাদেরকে।


অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা করাটা একটা সমস্যা হিসেবে দেখা দেয়। ইউনিভার্সিটির পক্ষ থেকে আবাসনের যে ব্যবস্থা করা হয়ে থাকে তা অনেকের জন্য যথাযথ হয় না। আর, বাইরে বাড়ি ভাড়া করতে গেল তারা সমস্যায় পড়ে যায় রেন্টাল হিস্টরি না থাকার জন্য।

বাংলাদেশ থেকে আগত ম্যাকুইরি ইউনিভার্সিটির ছাত্র আলাউদ্দিন আহমেদ এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ছাত্র সৈয়দ সামনুন মাহমুদ, দু’জনেই শুরুতে আত্মীয়ের বাসায় উঠেছেন। তাদের কথায় ফুটে উঠেছে এদেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসন সমস্যার নানা দিক।

আলাউদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা অনেক ব্যয়বহুল। আর সৈয়দ সামনুন মাহমুদ বলেন, রেন্টাল হিস্টরি না থাকায় তারা বাঙালি বাড়িওয়ালার কাছেও বাড়ি ভাড়া পান নি।

 

এসবিএস বাংলার সঙ্গে তাদের দু’জনের সাক্ষাৎকার শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


Share