বৃদ্ধাবস্থায় ভাল থাকতে চান? ক্যাবারেতে যোগ দিন

Group of senior women performing on stage, laughing, portrait

Group of senior women performing on stage, laughing, portrait. Source: Getty Images

বহু লোকের সামনে মঞ্চে উঠে নৈপুণ্য প্রদর্শন করাটা সহজ নয়, সবাই তা পারেন না। অনেকেরই মঞ্চ-ভীতি রয়েছে। তবে এমন লোকও রয়েছে যারা মঞ্চে উঠে বহু লোকের সামনে পারফর্ম করতে পছন্দ করেন। বয়স্ক ব্যক্তিরা তাদের শরীর-স্বাস্থ্য ঠিক রাখার জন্য ক্যাবারে অনুশীলন করতে পারেন।


জনসমক্ষে পারফর্ম করার সময়ে কীভাবে শান্ত থাকবেন তা শেখার জন্য ক্লাসে যোগ দিয়েছেন সাধারণের তুলনায় বয়স্ক ব্যক্তিরা, যাদের মধ্যে কেউ কেউ অবসরপ্রাপ্ত।

ব্রিসবেনে লর্ড মেয়রস সিনিয়র্স ক্যাবারে প্রোগ্রামের ভোকাল কোচ ডেভিড রজার্স-স্মিথ গত সাত বছর ধরে তাদের শেখাচ্ছেন।

মঞ্চে কোনো নৈপুণ্য প্রদর্শনের সময়ে শরীর থেকে অ্যাড্রিনালিন হরমোন তীব্রভাবে নিঃসৃত হয়। এজন্য ৬২ বছর বয়সী ডালা শিয়া এই মাস্টার ক্লাসে যোগ দিয়েছেন।

ডালা শিয়া তুলনা করে বলেন, জনসমক্ষে গান গাওয়া বানজি (bungee) জাম্পিংয়ের মতোই রোমাঞ্চকর, তবে তা নিরাপদ পরিবেশে সম্পাদিত হয়।

Brisbane Baltic Choir-এ দশ বছর আগে তিনি যোগ দেন। এখন তিনি ক্যাবারে শো’তে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

ব্রিসবেন সিটি কাউন্সিলের সিনিয়রস ক্যাবারে মাস্টার ক্লাসেস-এর ১৬০ জন শিক্ষার্থীর একজন হলেন ডালা শিয়া।

কীভাবে দলীয় সঙ্গীত গাইতে হয়, কীভাবে কণ্ঠস্বর সুন্দর রাখা যায় এবং মঞ্চে কীভাবে শরীর সঞ্চালন করতে হয় সেসব শেখানো শিক্ষার্থীদেরকে।

এপিফেনি প্রডাকশন্সের ক্রিস ফেনেসি গত সাত বছর ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। অস্ট্রেলিয়ায় বয়স্ক ব্যক্তিদের নিয়ে এটিই একমাত্র এ রকম অনুষ্ঠান।

শৌখিন থেকে পেশাদার, ফেনেসি বলেন ৬০ থেকে ৯০ বছর বয়সী বহু অংশগ্রহণকারী আছেন যারা মঞ্চে ঔজ্জ্বল্য ছড়াতে চান।

সাবেক একজন রিয়েল এস্টেট এজেন্ট এবং প্রপ ডিজাইনার ডালা শিয়া আশা করেন,  ব্রিসবেন জুড়ে অনুষ্ঠিত কোনো একটি পাবলিক পারফরমেন্সে অংশ নেওয়ার জন্য তিনি নির্বাচিত হবেন।

ইন্দোনেশিয়ায় জন্ম-নেওয়া উয়িং চাঙ চোঙ শান্তভাবে অপেক্ষা করছেন রজার্স-স্মিথের সঙ্গে তার ওয়ান-অন-ওয়ান সেশনের জন্য।
ক্লাসে যখনই তিনি মুখ খোলেন তিনি আনন্দের সঙ্গে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইতালির সুপরিচিত গান O Sole Mio গান।

কে বুঝতে পারবে যে এই লোকের বয়স ৭৯ বছর এবং মাত্র দুই সপ্তাহ আগে তার গল ব্লাডার অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে?

চায়নিজ লিটল ক্যান্ডল লাইট কোয়াইয়ারের সদস্য চোঙ। স্থানীয় ইতালীয় পুরুষদের কোয়াইয়ার Giuseppe Verdi Choral Society এর একমাত্র চীনা সদস্য তিনি।

সাত বছর আগে এই প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে অগণিত শিক্ষার্থী দেখেছেন রজার-স্মিথ। তিনি বিস্ময় প্রকাশ করেন যে, সিনিয়রস ক্যাবারের মাধ্যমে কেন অবসরপ্রাপ্তরা তাদের কণ্ঠস্বরের যত্ন নেন না?

উয়িং চোঙ চাঙ জনতার সামনে সঙ্গীত পরিবেশন করেন যখন তিনি হাই স্কুলে পড়তেন তখন থেকে। সঙ্গীতের প্রতি তার ৬০ বছরের বেশি সময় ধরে ভালবাসা রয়েছে।

বাছাই প্রক্রিয়া অনেক কঠিন। গানের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে নিয়ে দশটি মাস্টারক্লাস করেন এবং কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে তাদের পারফরমেন্সের পর্যালোচনা করেন।

সিনিয়র ক্যাবারের প্রযোজক ফেনেসি বলেন, আগামী ৬ অক্টোবর ব্রিসবেন টাউন হলে ভাল সঙ্গীত-শিল্পীদের নিয়ে চূড়ান্ত অনুষ্ঠান প্রদর্শন করা হবে।

দুর্ভাগ্যজনকভাবে সেই অনুষ্ঠানের জন্য ডালা শিয়া মনোনীত হয় নি।

অপরপক্ষে চোঙ তার সাম্প্রতিক সার্জারি সত্ত্বেও চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। ব্রিসবেন টাউন হলে ১৬০০ লোকের সামনে তিনি নৈপুণ্য প্রদর্শন করবেন।

ফেনেসি লক্ষ করেন, বেশিরভাগ শিক্ষার্থী তাদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করাটা এতোটাই উপভোগ করেন যে, তারা বছরের পর বছর ধরে এই অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share