করোনা-সঙ্কটে ভিডিও লিঙ্কের মাধ্যমে পালন করা হবে সিটিজেনশিপ সিরিমনি

করোনাভাইরাসের সঙ্কটের সময়ে যারা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে চান, তারা অনলাইনে ভিডিও লিঙ্কের মাধ্যমে আনুগত্বের শপথ গ্রহণ করতে পারবেন।

Prime Minister Scott Morrison poses for photos with new citizens during an Australia Day Citizenship Ceremony and Flag Raising event in Canberra, Jan 26, 2020

Prime Minister Scott Morrison poses for photos with new citizens during an Australia Day Citizenship Ceremony and Flag Raising event in Canberra, Jan 26, 2020 Source: AAP

অস্ট্রেলিয়ায় সিটিজেনশিপ সিরিমনিগুলো এখন অনলাইনে নিরাপদ ভিডিও লিঙ্কের মাধ্যমে আয়োজন করা হবে। এভাবে প্রতিদিন ৭৫০ জন পর্যন্ত নাগরিকত্বের শপথ গ্রহণ করতে পারবেন। সোমবার অ্যাক্টিং ইমিগ্রেশন মিনিস্টার অ্যালান টাজ এ ঘোষণা দেন।

যারা ইতোমধ্যে নাগরিকত্বের অনুমোদন পেয়েছেন তাদের জন্য পরীক্ষামূলকভাবে ওয়ান-টু-ওয়ান সিরিমনির আয়োজন করা শুরু করেছে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স। তবে, যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিস্টার টাজ এক বিবৃতিতে বলেন,

“অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অনেক বড় একটি বিশেষাধিকার এবং আমাদের জাতীয় পরিচিতির ক্ষেত্রে একটি মৌলিক বিষয়।”
এর আগে আশঙ্কা ছিল যে, লক্ষাধিক অভিবাসী, যারা নাগরিকত্ব গ্রহণের জন্য অপেক্ষায় ছিলেন, তাদেরকে হয়তো অনির্দিষ্টকালের জন্য অপেক্ষায় থাকতে হবে। কারণ, করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস করতে বিভিন্ন সোশাল ডিস্টেন্সিং নিষেধাজ্ঞার কারণে সিটিজেনশিপ সিরিমনিগুলো বন্ধ করা হয়েছিল।

নাগরিকত্বের আবেদন অনুমোদিত হওয়ার পর, অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট অনুসারে, অভিবাসীদেরকে অস্ট্রেলিয়ার প্রতি আনুগত্য স্বীকার করে একজন প্রিজাইডিং অফিসারের সামনে শপথ গ্রহণ করতে হয়। এই অনুষ্ঠানটি সাধারণত লোকাল কাউন্সিলগুলোতে আয়োজন করা হয়ে থাকে।
কারণে এসব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

মিস্টার টাজ বলেন,

“অভিবাসীদের এবং অস্ট্রেলিয়ার বৃহত্তর জন-গোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার নাগরিকত্বের গুরুত্ব অনুধাবন করতে পেরেছে মরিসন সরকার।”

ফেডারাল সরকার বলছে, বর্তমানে ৮৫,০০০ লোক সিরিমনির জন্য অপেক্ষা করছেন। আর, যাদেরকে ইতোমধ্যে নাগরিকত্ব অনুষ্ঠানের শিডিউল দেওয়া হয়েছে, তাদেরকে জানানো হবে।
The Chambers family, who arrived in Perth from Wales ten years ago, are seen after becoming citizens during an Australia Day citizenship ceremony
The Chambers family, who arrived in Perth from Wales ten years ago, are seen after becoming citizens during an Australia Day citizenship ceremony Source: AAP
নাগরিকত্বের আবেদন এখনও গ্রহণ করা হচ্ছে। তবে, সাক্ষাৎকার এবং পরীক্ষার ক্ষেত্রে বিরতি দিয়েছে ফেডারাল সরকার।

সোশাল ডিস্টেন্সিং নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হলে জমে থাকা আবেদনগুলোর চাপ কমাতে আরও বেশি রিসোর্স নিয়োজিত করা হবে।

অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।

আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080 

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন। 

আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: 

বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

Follow SBS Bangla on .

Share
Published 6 April 2020 5:46pm
Updated 7 April 2020 7:37am
By SBS News
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends