করোনাভাইরাসে আক্রান্ত হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানালেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাডাইন ডরিস।

20121106000593304671-original.jpg
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের একজন মন্ত্রী, এমপি নাডাইন ডরিস নিশ্চিত করেছেন যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, তার শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব ধরা পড়ার পর থেকে তিনি নিজের বাড়িতে ‘সেল্ফ-আইসোলেশন’ বা বিচ্ছিন্নভাবে বসবাস করছেন।

তিনি বলেন,

“পাবলিক হেলথ ইংল্যান্ড বিস্তারিতভাবে ‘কন্টাক্ট ট্রেসিং’ করছে এবং ডিপার্টমেন্ট ও আমার সংসদীয় কার্যালয় তাদের পরামর্শ নিবিড়ভাবে অনুসরণ করছে।”
সেক্রেটারি অফ স্টেট ফর হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাট হ্যানকক বলেন, তার আক্রান্ত হওয়ার কথা শুনে তিনি দুঃখিত। এক টুইট বার্তায় তিনি বলেন,

“বাড়িতে নিজেকে বিচ্ছিন্নভাবে রেখে তিনি সঠিক কাজই করেছেন। আর, এনএইচএস ও পিএইচই এর কর্মীরা বুদ্ধির পরিচয় দিয়েছে।”

“এই রোগ নিয়ে মানুষ কেন উদ্বিগ্ন সেটা আমি বুঝি। সম্ভবপর সর্বোত্তম বিজ্ঞান অনুসারে মানুষের নিরাপত্তার জন্য যা যা করা সম্ভব তার সবই আমরা করবো।”
এই রোগ প্রতিরোধের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে সহায়তা করেছেন মিজ ডরিস। তিনিই প্রথম ব্রিটিশ রাজনীতিবিদ যার দেহে কোভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়লো। তার মাধ্যমে এটি ছড়িয়ে পড়েছে কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

দি টাইমস রিপোর্ট করেছে যে, তিনি শত শত লোকের সংস্পর্শে এসেছেন। এদের মধ্যে প্রধানমন্ত্রী বরিস জনসনও আছেন।

গত শুক্রবার ‘করোনাভাইরাস একটি অবশ্যজ্ঞাপনীয় রোগ’ ঘোষণাকারী নথিতে স্বাক্ষর করার সময়ে তিনি অসুস্থ্য বোধ করেন। অবশ্যজ্ঞাপনীয় রোগের অর্থ হলো কোম্পানিগুলো ইনস্যুরেন্স কভার পেতে পারবে। পত্রিকাটি বলছে, এখন তিনি আরোগ্য লাভ করছেন বলে মনে করছেন।

ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট হিসেবে ২০১৯ সালের জুলাই মাস থেকে দায়িত্ব পালন করছেন মিজ ডরিস।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, নিশ্চিতভাবে এতে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন ব্যক্তি।

With AFP.

Follow SBS Bangla on .

Share
Published 11 March 2020 4:27pm
By SBS News
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends