অস্ট্রেলিয়া বাংলাদেশ ট্রেড কনফারেন্সকে ঐতিহাসিক বললেন এবিবিসি প্রেসিডেন্ট আসিফ কাওনাইন

Australia-Bangladesh Trade Conference

Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

গত ১৩ থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়াতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল অস্ট্রেলিয়া - বাংলাদেশ ট্রেড কনফারেন্স। সিডনির হোটেল ইন্টার-কন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনকে ঐতিহাসিক বলে অভিহিত করলেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি)-এর প্রেসিডেন্ট আসিফ কাওনাইন।


সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স। ১৩-১৫ নভেম্বর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন, ক্যানবেরা ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি)।

এবিবিসি-এর প্রেসিডেন্ট আসিফ কাওনাইন এই সম্মেলনটিকে ঐতিহাসিক ইভেন্ট বলে অভিহিত করেন। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের এ রকম কোনো দ্বি-পক্ষীয় সম্মেলন ইতোপূর্বে কখনই হয় নি। সেই বিচারে এটি অবশ্যই একটি সফল উদ্যোগ, বলেন তিনি।
Asif Kawnine, President of the Australia Bangladesh Business Council (ABBC).
Asif Kawnine, President of the Australia Bangladesh Business Council (ABBC). Source: SBS Bangla
“আসল মূল্যায়নটা আমরা তখনই করতে পারবো, এই কনফারেন্সের, যখন আমরা দেখবো যে, এখান থেকে বেরিয়ে আসা চিন্তা-ভাবনাগুলো, অ্যানালাইসিসগুলো, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা আসলে এই ব্যবসায়িক সম্পর্কটা বৃদ্ধি করতে পাচ্ছি, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সঙ্গে।”

“এটার প্রোগ্রেসটা দেখতে পারলেই আমরা তখন বুঝতে পারবো যে, আসলে মূল্যায়ণটা কোথায় করা যেতে পারে।”

বাংলাদেশ থেকে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আসেন। এছাড়া, অস্ট্রেলিয়ান ব্যবসায়ীরাসহ অস্ট্রেলিয়া সরকারের কর্মকর্তাগণও এতে অংশ নেন। এ বিষয়টিকেও অন্যতম সাফল্য বলে মনে করেন আসিফ কাওনাইন।

আসিফ কাওনাইনের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share