বাংলাদেশ প্রগতিশীল দেশ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে: সুফিউর রহমান

H. E. Mr Mohammad Sufiur Rahman, High Commissioner for the People’s Republic of Bangladesh to Australia, New Zealand and Fiji.

H. E. Mr Mohammad Sufiur Rahman, High Commissioner for the People’s Republic of Bangladesh to Australia, New Zealand and Fiji. Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

১৩ থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়াতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া - বাংলাদেশ ট্রেড কনফারেন্স। সিডনির হোটেল ইন্টার-কন্টিনেন্টালে আয়োজিত এই ট্রেড কনফারেন্সের আয়োজক বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, এবিবিসি। এ সম্পর্কে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মান্যবর মোহাম্মদ সুফিউর রহমান।


অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মান্যবর মোহাম্মদ সুফিউর রহমান এসবিএস বাংলাকে বলেন,

“বাংলাদেশ প্রগতিশীল এবং একটি সক্ষম দেশ হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে।”

“এর অগ্রসর হওয়ার যে প্রবণতা দেখতে পাচ্ছি এবং যে গতিশীলতা বাংলাদেশ রেখে চলছে, এই বিষয়টাকে অস্ট্রেলিয়াতে ছড়িয়ে দেওয়া এবং এই নতুন পরিচয়টাকে অস্ট্রেলিয়ার জনগণের মাঝে এবং স্টেকহোল্ডারদের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা আমি মনে করি, আমাদের প্রথম কাজ।”

“সেই কাজের একটি অংশ হলো ব্যবসা-বাণিজ্যের মধ্য দিয়ে এই অগ্রসরমান বাংলাদেশ সামাজিকভাবে দক্ষ এবং নিজ পায়ে দাঁড়ানো বাংলাদেশের পরিচয়টাকে সামনে নিয়ে আসা।”

মান্যবর মোহাম্মদ সুফিউর রহমানের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share